ট্রান্সক্রিপশন।ট্রান্সলেশন।
ট্রান্সক্রিপশন ডিএনএ (DNA) থেকে আরএনএ (RNA) সংশ্লেষণ প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। প্রােটিন সংশ্লেষণের আগে ডিএনএ অণু বহনকারী রাসায়নিক তথ্যগুলােকে আরএনএ অণুতে কপি হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। যথা- (ক) প্রারম্ভিক বা সূচনা পর্যায়(Initiation), (খ) সূত্র বর্ধিতকরণ পর্যায় (Elongation), (গ) সমাপ্তিকরণ পর্যায় (Termination) এবং (ঘ)প্রক্রিয়াজাতকরণ পর্যায় (Processing)। (ক) প্রারম্ভিক বা সূচনা পর্যায় …