আরএনএ (RNA)

আরএনএ (RNA)

রাইবােনিউক্লিকঅ্যাসিড এর সংক্ষিপ্ত রূপ হলাে আরএনএ।

যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিয়ােটাইডের মনােমার এককগুলােতে গাঠনিক উপাদানরূপে রাইবােজ স্যুগার এবং অন্যতম ক্ষারক হিসেবে ইউরাসিল থাকে তা হলাে আরএনএ।

অবস্থান

সাধারণত কোষের ৯০ ভাগ আরএনএ সাইটোপ্লাজমে এবং বাকী ১০ ভাগ থাকে নিউক্লিয়াসে। এছাড়াও রাইবােসােম, ক্রোমােসােম, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডেও আরএনএ পাওয়া যায়। ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসেও আরএনএ উপস্থিত থাকে।

আরএনএ-এর ভৌত গঠন

১। আরএনএ এক সূত্রক চেইন বিশেষ।

২। এটি স্থানে স্থানে কুন্ডলিত অবস্থায় থাকে।

৩। এর গঠনে একাধিক ইউ (U)আকৃতির ফাঁস বা লুপ থাকে। এ লুপগুলাে এলােমেলােভাবে সৃষ্টি না হয়ে একটি বিশেষ নিয়মে সৃষ্টি হয়।

৪। কুন্ডলীকৃত অংশগুলােতে ক্ষারকগুলাে হাইড্রোজেন বন্ডের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে কিন্তু কুন্ডলীহীন অংশগুলােতে ক্ষারকগুলাে বন্ধনীহীন।

আরএনএ-এর রাসায়নিক গঠন

নিম্নলিখিত রাসায়নিক পদার্থ নিয়ে RNA গঠিত হয়।

১। রাইবােজ স্যুগার (পেন্টোজ স্যুগার- এখানে কার্বনের ২নং স্থানে অক্সিজেন উপস্থিত); এটি পাঁচ কার্বনবিশিষ্ট।

২। নাইট্রোজিনাস বেসঅ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল (থাইমিনের পরিবর্তে) এবং সাইটোসিন।

৩। ফসফরিক অ্যাসিড।৪। উক্ত চারটি বেস ছাড়া কোন কোন ক্ষেত্রে অন্য বেসও থাকতে পারে।

আরএনএ-এর কাজ

১। আরএনএ এর প্রধান কাজ হলাে প্রােটিন সংশ্লেষণ করা। অ্যামিনাে অ্যাসিড স্থানান্তর করা।

২। রাইবােনিউক্লিয়ােপ্রােটিন গঠন করা ।

৩। ডিএনএ হতে বার্তা বহন করে রাইবােসােমে পৌছে দেয়া।

আরএনএ-এর প্রকারভেদ

গঠন এবং কাজের উপর নির্ভর করে আরএনএ কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা-

(ক) tRNA বা ট্রান্সফার আরএনএ

(খ) rRNA বা রাইবােসােমাল আরএনএ

(গ) mRNA বা মেসেঞ্জার আরএনএ,

(ঘ) জেনেটিক আরএনএ এবং

ঙ) মাইনর আরএনএ।

ট্রান্সফার আরএনএ (tRNA)

ট্রান্সফার RNA কোষের সাইটোপ্লাজমেঅবস্থান করে। এদের আণবিক ওজন সবচেয়ে কম ফলে এরা দ্রবণীয় মনেহয় এবং সে জন্য এদের পূর্বের নাম ছিল দ্রবণীয় RNA (Soluble RNA বাsRNA)।

প্রতিটি tRNA তে মােটামুটি ৯০টি নিউক্লিয়ােটাইড থাকে। tRNA উৎপন্ন হয় DNA থেকে এবং উৎপন্ন হবার পর সাইটোপ্লাজমে অবস্থান করে।tRNA এর অণু একক শৃঙ্খল হলেও কতকগুলাে জায়গায় ভাঁজ হয়ে সে এরমধ্যে জোড়ার সৃষ্টি করে।

R. Holley ও তার সহকর্মীরা (১৯৬৫) tRNA এর “ক্লোভার-লিফ মডেল” প্রণয়ন করেন।

এ মডেল অনুযায়ী সব tRNA এর বাহ্যিক গঠন ক্লোভার পাতার ন্যায় এবং এতে পাঁচটি বাহু থাকে। বাহুগুলােহলাে অ্যামাইনাে অ্যাসিড বাহু, T বাহু, D বাহু, অতিরিক্ত বাহু এবং অ্যান্টিকোডন বাহু।

প্রােটিন সংশ্লেষণের সময় অ্যামিনাে অ্যাসিড বাহুতে অ্যামাইনাে অ্যাসিড যুক্ত হয় এবং অ্যান্টিকোডন বাহুর অ্যান্টিকোডনটিmRNA এর সাথে যুক্ত হয়। বিভিন্ন অ্যামাইনাে অ্যাসিডের অ্যান্টিকোডন ভিন্নএবং প্রােটিন সংশ্লেষণে সংশ্লিষ্ট ২০টি অ্যামাইনাে অ্যাসিডের জন্য ২০টিরওবেশি ধরনের tRNA বিদ্যমান।

কাজঃ ১। tRNA কোষে অবস্থিত অ্যামাইনাে অ্যাসিড সমূহকে অ্যাডেনিন বেসের সাথেযুক্ত করে প্রোটিন সংশ্লেষণ এর নিয়ে যায় ।

২। tRNA এর নির্দিষ্ট অ্যান্টিকোডন mRNA এর নির্দিষ্ট কোডনের সাথে জোড় বেঁধে অবস্থান করে অ্যামাইনাে অ্যাসিড সমূহকে যুক্ত হতে সাহায্য করে।

৩। জিনেটিক কোডের অর্থ অনুবাদ করে।

রাইবােসােমাল আরএনএ (rRNA)

কোষের সমুদয় RNA এর শতকরা প্রায় ৮০-৯০ভাগ rRNA। কোষের রাইবোেসােম এদের অবস্থান এবং রাইবােসােমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এরা সর্বাপেক্ষা স্থায়ী ও অদ্রবণীয় ।

কাজঃ ১। rRNA প্রােটিনের সাথে যুক্ত হয়ে রাইবােনিউক্লিয়ােপ্রােটিন এর কণা গঠন করে।

২। রাইবােসােমে প্রােটিন সংশ্লেষিত হয় এবং কেউ কেউ মনে করেন যে প্রােটিন সংশ্লেষণের সঙ্গে কোন না কোন ভাবে হয়ত rRNA এ সম্পর্কীত।

৩। রাইবোজোমের উপ একক গুলোকে যুক্ত করে।

মেসেঞ্জার আরএনএ (mRNA)

mRNA গুলাে দীর্ঘ, এক সূত্র বিশিষ্ট। mRNA এর উৎপত্তি হয় DNA এর দুটি সূত্রের যে কোনাে একটি সূত্র হতে এবং উৎপত্তির পর কোষের সাইটোপ্লাজমে বের হয়ে অবস্থিত রাইবােসােম নামক অঙ্গাণুতে অবস্থান নেয়। DNA হতে সংকেত বহন করার কাজ করে mRNA। mRNA এর উপর অবস্থিত পাশাপাশি তিনটি করে বেস মিলে তৈরি করে একেকটি কোডন (যেমন AUG, CCU ইত্যাদি)।

প্রতিটি কোডন সারিবদ্ধভাবে প্রােটিন তৈরির সময় কোন জাতীয় অ্যামাইনাে অ্যাসিড কার পরে কে থাকবে তা নির্ধারণ করে অর্থাৎ প্রােটিনে অ্যামাইনাে অ্যাসিডের সিকুয়েন্স নির্ধারণ করে।

কাজঃ কোন নির্দিষ্ট প্রােটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াসে অবস্থিত DNA থেকে সাইটোপ্লাজমে বহন করে আনে এবং সেখানে রাইবােসােম ও RNA এর সহায়তায় নির্দিষ্ট অণুক্রমের পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে।

জেনেটিক আরএনএ (gRNA)

অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে এবং কয়েক প্রকার প্রাণী ভাইরাসে (ইনফ্লুয়েঞ্জা, পােলিও ভাইরাস) শুধুমাত্র RNA থাকে এবং এ RNA বংশগত বৈশিষ্ট্য বহন করে। এসব RNA বংশতির ধারক ও বাহক।

Leave a Comment