- অনার্স ৪র্থ বর্ষ প্রাণিবিদ্যা-২০২১ পরীক্ষার সাজেশন-২০২১
- ফলিত ও অর্থনৈতিক প্রাণিবিজ্ঞান-সাজেশন
- সাজেশন-জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি(কোর্স কোড : 243103)
- সাজেশন-জৈবপ্রযুক্তি -Biotechnology
- সাজেশন- জীবপরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি-কোর্স কোড : 29310
- সাজেশন-গবেষণা পদ্ধতি (Research Methodology)
- সাজেশন- অণুজীববিজ্ঞান ও বিকিরণ জীববিদ্যা-কোর্স কোড : 24310
- সাজেশন-বিকিরণ জীববিদ্যা [Radiation Biology ]
- সাজেশন- পরজীবীবিদ্যা-কোর্স কোড : 243109
- সাজেশন- কীটতত্ত্ব-কোর্স কোড : 24311
- সাজেশন- মাৎস্য জীববিজ্ঞান-কোর্স কোড : 243113
- সাজেশন: বন্যপ্রাণী জীববিজ্ঞান-কোর্স কোড : 24310
অনার্স ৪র্থ বর্ষ প্রাণিবিদ্যা-২০২১ পরীক্ষার সাজেশন-২০২১

প্রস্তুতকারক- মোঃ শান্ত সরকার(ফেসবুক প্রোফাইল- Pacemaker Santo)
প্রভাষক(প্রাণিবিদ্যা) বিএএফ শাহীন কলেজ বগুড়া
লেখক- অনার্স-১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের প্রাণিবিদ্যা বই,নন-মেজর প্রাণিবিদ্যা,মেজর উদ্ভিদবিদ্যা-২য় বর্ষ, ১৭তম নিবন্ধন লিখিত প্রাণিবিদ্যা,উদ্ভিদবিদ্যা বই(দিকদর্শন প্রকাশনী)
ভিডিও লেকচার পেতে এই ফেসবুক গ্রুপে জয়েন করুন- Biology With Santo Sir
গ্রুপ লিঙ্ক- https://www.facebook.com/groups/632494955126981/
সাজেশন ডাউনলোড লিঙ্ক পোস্টের নিচে দেখুন
আপনি আরো পড়তে পারেন …… ১৭তম নিবন্ধন লিখিত প্রাণিবিদ্যা-কলেজ সাজেশন …… বগলে রসুন রাখলে জ্বর আসে কেন?
ফলিত ও অর্থনৈতিক প্রাণিবিজ্ঞান-সাজেশন
কোর্স কোড : 2432101
খ বিভাগ:- সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। মধু কী? মধুর উপাদান ও ব্যবহার লিখ। [জাবি-‘০৭, ০৯,১৭,১০,১৩]
২। মৌচাক হতে কিভাবে মধু প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ করা হয়? [জাবি-‘০৫, ০৭, ০৯, ‘১৩]
৩। মধু উৎপাদনকারী বিভিন্ন প্রজাতির মৌমাছির বৈজ্ঞানিক নাম উল্লেখ কর। [জাবি-২০০৫, ২০০৭, ২০১৫, ২০১৯]
৪। বাংলাদেশে রেশম পোকা চাষের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে লিখ। [জাবি-২০০৬, ২০১০, ২০১৯]
৫। পুরুষ ও স্ত্রী মন্ত্রের পার্থক্য কর? [জাবি-২০১৭]
৬। লাক্ষার ব্যবহার উল্লেখ কর। লাক্ষা কী? এর উপাদান ও কাজ লিখ। [জাবি-২০১৩, ২০১৭]
৭। Copy & Exotic fish কী? ৫টি Exotic fish এর বৈজ্ঞানিক নাম লিখ।[জাবি- ২০০৯, ২০১৪, ২০১৮ ]
৮। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কার্প কালচারের গুরুত্ব লিখ।[জাবি-২০০৪, ২০০৭]
৯। কার্প? কার্প মাছের বৈশিষ্ট্যগুলো লেখ। [জাবি- ২০১৭]
১০।উদাহরণসহ ইচা ও চিংড়ির মধ্যে পার্থক্য কর।[জাবি ২০০৬, ২০০৮, ২০১৩, ২০১৭]
১১। পুরুষ ও স্ত্রী চিংড়ির মধ্যে পার্থক্য কর। । [জাবি-২০০৯,২০১৫]
১২। চিংড়ি চাষের আর্থসামাজিক গুরুত্ব উল্লেখ কর। [জাবি-২০১৯]
১৩। মুক্তা ও মুক্তামাতা কী? মুক্তার বিভিন্ন উপাদানসমূহ লিখ। এর ব্যবহার লিখ। (জাবি- ২০০৭, ২০০৯)
১৪। মুক্তার গঠন প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা কর।[জাবি- ২০১৩, ২০১৮|
১৫। Mericulture ও Aquaculture এর পার্থক্য লিখ। [জাবি-২০০৯, ২০১৬]
১৬। অ্যাকুয়াকালচার কী? অ্যাকুয়াকালচারের উদ্দেশ্যসমূহ লেখ। [জাবি-২০১৫, ‘১৯]
১৭। Mono culture ও polyculture এর পার্থক্য লিখ। [জাবি-২০১৩]
১৮। সমন্বিত মাছ চাষের সুবিধাগুলো কী কী? [জাবি-২০০৬, ২০১৫, ২০১৮]
১৯।Page | 2 ধানক্ষেতে মাছ চাষের সুবিধা অসুবিধাসমূহ লিখ।[জাবি ২০০৬, ২০১৫]
২০। দুগ্ধ খামার স্থাপনের বিবেচ্য বিষয়গুলো কী কী?[জাবি-২০১৬, ২০১৯)
২১। বাংলাদেশে হাস-মুরগী খামারের আর্থ-সামাজিক গুরুত্ব আলোচনা।[জাবি-‘০৪, ‘১০, ‘১৩, ‘১৭]
২২। একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। [জাবি-২০১৭]
গ বিভাগ:- রচনামূলক প্রশ্নোত্তর
১। মৌচাক হতে মধু আহরণ কৌশল বর্ণনা কর। [জাবি,২০১৬]
অথবা, মৌচাক হতে কীভাবে মধু প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ করা হয়? [জাবি,২০১৩,২০১৮]
২। মৌমাছির সামাজিক সংগঠন উল্লেখপূর্বক সামাজিক আচরণ বর্ণনা কর।
৩। তুত-রেশম পোকা প্রতিপালন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। [জাবি ২০০৪,২০০৮,২০১০]
অথবা, মালবেরী রেশম পোকার শুককীটের পালন পদ্ধতি বর্ণনা কর। [জাবি-২০১৩,২০১৫]
৪। লাক্ষা পতঙ্গের জীবন ইতিহাস বর্ণনা কর। [জাবি-২০০৫, ২০০৮, ২০১০ ২০১৩,২০১৯]
৫। পুকুরে মেজর কার্পের মিশ্র চাষ পদ্ধতি বর্ণনা কর। [জাবি ২০০৭, ২০১৩,২০১৫,২০১৭]
৬। বাগদা চিংড়ির চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা কর। [জাবি- ২০০৯,২০১৪,২০১৮]
৭। প্রণোদিত উপায়ে মুক্তাচাষ পদ্ধতি বর্ণনা কর। জাবি-২০০৫,২০০৭,২০০৯,২০১৫,২০১৭]
৮। Mericulture পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর। [জাবি-২০০৯,২০১৩,২০১৭]
৯। হ্যাচারি বলতে কী বুঝ? হ্যাচারির উপাদানসমূহ বর্ণনা কর।[জাবি-২০০৭, ২০১৫, ২০১৮)
১০। মৎস্য চাষে পুকুরে ভৌত ও জীবজ উপাদান বর্ণনা কর।
অথবা, একটি পুকুরের চিত্রসহ জৈব উপাদানগুলো বর্ণনা কর। [জাবি-২০১৯]
১১। একটি মাছের মনোসেক্স কালচার পদ্ধতি বর্ণনা।
১২। ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি লিখ। [জাবি ২০০৪, ২০০৮, ২০১০, ২০১৪,২০১৭ ]
১৩। মাছ ও হাঁস-মুরগির সম্মন্বিত চাষ বর্ণনা কর এবং সুবিধাসমূহ উল্লেখ কর। [জাবি-২০১৯]
১৪। IPM কী? IPM এর মূলনীতি ও সুবিধাসমূহ লিখ। [জাবি-২০১৮]
১৫। জীবজ দমন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা কর।[জাবি-২০১৭ |
১৬। ডেইরী ফার্মিং কী? বাংলাদেশে দুগ্ধ উৎপাদনকারী গাভীর সংকরজাত উদ্ভাবন কৌশলের সম্ভাবনা বর্ণনা কর।[জাবি -০৯, ১৩]
১৭। হাঁস-মুরগির বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনিত রোগ বালাই ও তাদের দমন বর্ণনা কর।[জাবি- ‘০৭, ০৯, ১০, ‘১৪]
১৮। হাঁস-মুরগির বিভিন্ন প্রকার ভাইরাসজনিত রোগ বালাই ও তাদের দমন বর্ণনা কর।[জাবি- ২০১০, ২০১৯]
সাজেশন-জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি(কোর্স কোড : 243103)
প্ৰথম খণ্ড-জেনেটিক ইঞ্জিনিয়ারিং [Genetic Engineering]
খ বিভাগ:- সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১॥ মানবকল্যাণে জীন প্রকৌশলের গুরুত্ব লিখ।[জাবি-২০০৯,২০১২,২০১৭,২০১৮]
২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর নেতিবাচক প্রভাবসমূহ লিখ।[জাবি- ২০১৭ ]
৩। চিকিৎসাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ লিখ।[জাবি-২০১৯; ঢাবি অধি: ২০১৭]
৪। রেস্ট্রিকশন এনজাইম কী?চারটি রেস্ট্রিকশন এনজাইমের নাম প্রকৃতিসহ উল্লেখ কর।[জাবি-২০১১,২০১৬ 2018]
৫। কীভাবে ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড DNA পৃথক করা যায়?[জাবি-২০১৪]
৬। ভেক্টর কাকে বলে? একটি আদর্শ ভেক্টরের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।[জাবি- ২০০৮, ২০১০, ২০১৩, ২০১৭]
৭। Retrovirus ভেক্টর কী? এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।[জাবি- ২০০৯, ১২, ১৪] [ঢাবি অধি ২০১৭ ]
৮। প্লাজমিড ও কসমিডের মধ্যে পার্থক্য কর।[জাবি-২০১৯]
৯ ॥ ইন্টারফেরন কী? এর গুরুত্ব লিখ।[জাবি-২০১১, ২০১৫)
১০ ॥ ট্রান্সজেনিক প্রাণী ও ক্লোন প্রাণীর মধ্যে পার্থক্য লিখ। [জাবি-২০০৭, ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৫,২০১৮]
১১। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে ব্যবহৃত বিভিন্ন এনজাইমসমূহের বর্ণনা দাও।[জাবি-২০০৮, ২০১৩, ২০১৫]
১২ ॥ লিংকার এবং এ্যাডাপ্টর এর পার্থক্য লিখ। [জাবি-২০১০, ১২, ১৬, ১৮]
১৩ ॥ মানব জিনোম প্রকল্প কী?এর লক্ষ্য বা উদ্দেশ্য লিখ।[জাবি ২০০৯, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮] [ঢাবি অধি: ২০১৭]
১৪। Recombinant DNA technology কী? চিকিৎসা ক্ষেত্রে এর প্রয়োগ লিখ।[জাবি-০৬, ১১, ১৩]
অথবা, ঔষধ শিল্পে রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তির প্রয়োগ আলোচনা কর। [জাবি-২০১১]
গ বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর
১। সংক্ষেপে “হরগোবিন্দ খোরানার” কৃত্রিম জিন সংশ্লেষণ পদ্ধতি বিবরণ দাও।
অথবা, কৃত্রিম জিন সংশ্লেষণ পদ্ধতি বর্ণনা দাও। [জাবি-২০১২, ২০১৮]
২। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে Insulin উৎপাদন কৌশল বর্ণনা কর।[জাবি ২০০৭, ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৭]
৩। মাইক্রোইনজেকশন পদ্ধতি কী? এ পদ্ধতিতে ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টি কৌশল বর্ণনা কর।[জাবি-০৮,১২,১৪,১৬,১৯]
৪। ক্লোনিং পদ্ধতিতে “ডলি” সৃষ্টির ধাপসমূহ বর্ণনা কর। [জাবি-০৯, ‘১১, ‘১৭]
৫। PCR কৌশল কী? PCR কৌশলটি বর্ণনা কর। PCR প্রযুক্তির প্রয়োগ লিখ।[জাবি-২০১৯][ঢাবি অধি: ২০১৭ ]
সাজেশন-জৈবপ্রযুক্তি -Biotechnology
(খ) বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। ICGEB কী? ICGEB-এর উদ্দেশ্য লিখ।[জাবি-০৭, ০৯, ১১, ১৭, ১৯]
২। প্রয়োগসহ DNA ফিংগার প্রিন্টিং প্রযুক্তি বর্ণনা কর।[জাবি-২০০২, ২০১০, ২০১৪, ২০১৬,২০১৮ ]
৩। মনোক্লোনাল অ্যান্টিবডি ও পলিক্লোনাল অ্যান্টিবডি এর পার্থক্যগুলো কী কী?।[জাবি-২০১২,২০১৫,২০১৮]
৪। ৫টি অণুজীব ও অনুজীব হতে উৎপাদিত এনজাইমসমূহের নাম লিখ।[জাবি ২০০৬,২০১০,২০১২, ২০১৩,২০১৭]
৫। অ্যান্টিবায়োটিকের চিকিৎসা বহির্ভূত ব্যবহার লিখ।[জাবি-২০১০, ২০১৩,২০১৭,২০১৮]
৬। প্রাইমারি ও সেকেন্ডারি মেটাবোলাইটের মধ্যে পার্থক্য কর।[জাবি-২০১০]
অথবা, প্রাথমিক ও গৌণ বিপাকীয় বস্তুর মধ্যে পার্থক্য কর।[জাবি-২০১৬, ২০১৯]
৭। ঈস্ট ক্লোনিং কী? জৈব প্রযুক্তিতে অণুজীবের ভূমিকা উল্লেখ কর।[জাবি-২০১০,২০১৩]
৮। বায়োসেন্সর কী? বায়োসেন্সরের ব্যবহার আলোচনা কর।[জাবি- ২০১৩,২০১৫,২০১৭]
৯। জিনতাত্ত্বিক রোগের জন্মপূর্ব সনাক্তকরণের দু’টি পদ্ধতি আলোচনা কর। [জাবি-২০১০, ১২, ১৫]
১০। GMO কী? জেনেটিক ফুডের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর।
১১। বাংলাদেশের প্রেক্ষাপটে জৈব প্রযুক্তির সম্ভাবনা ও প্রয়োগ উল্লেখ কর। [জাবি-২০১২, ২০১৪, ২০১৯]
গ বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর
১। বাণিজ্যিকভাবে পেনিসিলিন উৎপাদন পদ্ধতি আলোচনা কর। [জাবি-২০১০]
২। এনজাইম ইমোবিলাইজেশন কী? বিভিন্ন প্রকার এনজাইম ইমোবিলাইজেশন পদ্ধতি বর্ণনা কর।[জাবি-০৯, ১১, ১৩, ১৫]
৩। হাইব্রিডোমা প্রযুক্তিতে মনোক্সোনাল অ্যান্টিবডি উৎপাদনের ধাপগুলো বর্ণনা করো।
অথবা, হাইব্রিডোমা প্রযুক্তিতে মনোক্লোনাল এন্টিবডি উৎপাদন প্রক্রিয়া আলোচনা কর।
৪। রোগ নির্ণয় ও চিকিৎসায় মনোক্লোনাল অ্যান্টিবডির প্রয়োগ লিখ।
৫। জিন থেরাপি কী? জিন থেরাপির বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।[জাবি- ০৬, ০৮, ১১. ১৭]
সাজেশন- জীবপরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি-কোর্স কোড : 29310
সব গানিতিক সমস্যার সমাধান ভিডিও লেকচার পেতে এই ফেসবুক গ্রুপে জয়েন করুন-Biology With Santo Sir
গ্রুপ লিঙ্ক- https://www.facebook.com/groups/632494955126981
প্রথম খণ্ড-জীবপরিসংখ্যান [Biostatistics]
(খ) বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। জীব পরিসংখ্যান বলতে কী বুঝ? এর লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। [জাবি-২০১১] [ঢাবি অধি: ২০১৭]
২। চলক কাকে বলে?চলকের বৈশিষ্ট্য লিখ।[জাবি-২০১০, ২০১১]
৩। অন্তর্ভুক্ত শ্রেণিব্যাপ্তি ও বহিভুক্তি শ্রেণি ব্যাপ্তির পার্থক্য লিখ। [জাবি-২০১৩, ২০১৯]
৪। আয়তলেখ কাকে বলে? [জাবি-২০১০, ২০১১] আয়তলেখের ব্যবহার লিখ।২০১৫, ২০১৭]
৫ ॥ দণ্ডচিত্র ও আয়তলেখ এর মধ্যে পার্থক্য লিখ।[জাবি- ২০০৫, ২০০৮]
৬। একটি অপ্রতিসম নিবেশনের গড়, মধ্যমা ও প্রচুরকের মধ্যে সম্পর্ক নির্ণয়ের সমীকরণটি প্রতিপাদন কর।[জাবি-১৭]
অথবা, গড়, মধ্যমা ও প্রচুরক বলতে কী বুঝ? এদের মধ্যে সম্পর্ক নির্ণয় কর। [জাবি-২০১০, ২০১১]
৭। নাস্তি কল্পনা কখন গ্রহণ বা বাতিল করা হয়?[জাবি-২০১০, ২০১৩, ২০১৬, ২০১৯]
৮। t-test ও z-test এর মধ্যে পার্থক্য লিখ।[জাবি-২০১৪] [ঢাবি অধি: ২০১৭]
৯ ॥ বিস্তার পরিমাপকে দ্বিতীয় প্রকারের গড় বলা হয় কেন?[জাবি-২০১১, ২০১৬]
১০। পরিমিত ব্যবধান কাকে বলে? পরিমিত ব্যবধানের সুবিধা ও অসুবিধাগুলো লিখ।[জাবি-১২]
১১। ভেদাংক কী? [জাবি-২০১০, ২০১২। ভেদাংক ও বিভেদাংকের মধ্যে পার্থক্য লিখ। [জাবি-২০১৪]
অথবা, ভেদাঙ্ক ও বিভেদাঙ্কের সংজ্ঞা দাও। [জাবি-২০১৮)
১২। কাই-বর্গ পরীক্ষা কী? কাই-বর্গ পরীক্ষা কখন করা হয়?[জাবি-২০১৪, ২০১৬]
অথবা, কোন ক্ষেত্রে কাই-বর্গ পরীক্ষা করা হয়? [জাবি-২০১৮]
১৩। নাস্তি কল্পনা ও বিকল্প কল্পনার পার্থক্য কর।[জাবি- 2011, 2015, 2017]
১৪। বিশ্লেষণ কাকে বলে? [জাবি- ২০১০, ২০১১। জীববিজ্ঞানে ভেদাঙ্ক বিশ্লেষণের গুরুত্ব লেখ।[জাবি-২০১৯]
১৫। নমুনায়ন এর সুবিধা ও অসুবিধা লিখ।[জাবি-২০13]
গ বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর
১। জীব পরিসংখ্যানের সংজ্ঞা ও গুরুত্ব লিখ। জীব পরিসংখ্যানের সীমাবদ্ধতা লিখ।[জাবি ২০০৫, ২০১২, ২০১৩, 2017 ]
৩ ॥ গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী বর্ণনা কর।[জাবি-২০০৭, ২০০৯, ২০১৭]
৪। নিম্নের উপাত্ত থেকে ৫ শ্রেণি ব্যবধানে ৮টি শ্রেণি নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে ১টি গণসংখ্যা নিবেশন প্রস্তুত কর এবং উক্ত সারণি থেকে আয়ত লিখ অংকন কর। [জাবি- ২০০৭]
২৫, ১৫, ২০, ১৮, ২৬, ২৩, ১৫, ২২, ৩০, ২২ ২৫, ২১, ২৮, ৩৫, ৪০, ১৩, ৯, ৩২, ১৭, ২১, ২৬, ১৮, ২৩, ৩৮, ৭, ২৫, ৩২, ২৮, ১৩, ১৭ , ২১, ২২, ২৩, ২১, ২৬, ৩০, ২৯, ১৯, ১০
৫। ত্রিশটি গলদা চিংড়ির ওজন (গ্রাম) নিম্নে দেয়া হলো।সমান শ্রেণি ব্যাপ্তির ছয়টি শ্রেণিবিশিষ্ট একটি গণসংখ্যা বিন্যাস তৈরি কর এবং বিন্যাসটিকে হিস্টোগ্রামের সাহায্যে উপস্থাপন কর।(জাবি-২০০৭)
৭৬, ৭৬, ৭৪, ৭৮, ৭৩, ৭৭, ৭৫, ৭৪, 99, 92, ৮০, ৭৭, ৭৮, ৮১, ৭০, ৭৮, ৭৫, ৮০, ৭৩, ৭৫ ৭৭, ৭৪, ৭৯, ৭৬, ৭৬, ৮১, ৭৮, ৭৫, 99, 93
৭ ॥ একটি হাসপাতালে রোগ নিরাময়ের জন্য দু’টি জাতের ঔষধ ব্যবহারের অনুমতি দেয়া হল। এ নং ঔষধ দ্বারা ১৫০০ জনের মধ্যে ১১৭৫ জন এবং B নং ঔষধ দ্বারা ২০০০ জনের মধ্যে ১৭৮৩ জন উপকৃত হল। কোন ঔষধ অধিক কার্যকরী হিসেবে তুমি মনে কর।
৮। ২ জন ক্রিকেট খেলোয়াড় এর ৭ ইনিংসের স্কোর উল্লেখ করা হল। ক্রিকেটারদ্বয়ের দক্ষতা তুলনা কর।
A ক্রিকেটার = ১১২, ৪৩, ০, ০, ৭৩, ১৩৫, ০,
B ক্রিকেটার = ৮০, ৬৩, ১০০, ০, ৫, ২৮, ৭০,
৯। বিভিন্ন প্রকার ৫০টি মাছের ওজন (গ্রাম) ও গণসংখ্যা দেওয়া আছে।পরিমিত ব্যবধান ও পরিমিত ত্রুটি নির্ণয় কর[জাবি-২০১৯]
১০। (ক) ১০ জন স্বাভাবিক ব্যক্তিকে রক্তচাপ কমানোর ঔষধ প্রয়োগের পূর্বে ও পরে সিস্টোলিক রক্তচাপ রেকর্ড করা হলো। রক্তচাপ কমাতে ঔষধটির ভূমিকা আছে কী? [জাবি-২০১৯]
ঔষধ সেবনের পূর্বে রক্তচাপ (মি. মি. পারদ চাপ) :
১২২, ১২১, ১২০, ১১৫, ১২৬, ১৩০, ১২০, ১২৫, ১২৮, ১৩০
ঔষধ সেবনের পর রক্তচাপ (মি. মি. পারদ চাপ) :
১২০, ১১৮, ১১৫, ১১০, ১২২, ১৩০, ১১৬, ১২৪, ১২৫, ১২৮
১১। (খ) চিংড়ির মোট দৈর্ঘ্য এবং রোস্ট্রামের দৈর্ঘ্য নিম্নে দেওয়া হলো। সহ-সম্পর্ক নির্ণয় কর এবং মন্তব্য কর।
[জাবি-২০১৯]
মোট দৈর্ঘ্য (মি. মি.) : ৭৫, ৫৫, ৪৯, ৬০, ৬২, ৬৮, ৯০, ৮৩, ৮৫, ৯
রোস্ট্রামের দৈর্ঘ্য (মি. মি.) : ৩৫, ২৮, ২৪, ৩১, ২৯, ৩২, ৪৬, ৪০, ৪২, ৪৩
১২ ॥ তামাক পাতার ভাইরাস রোগের লক্ষণ চিহ্নের সংখ্যা দেয়া আছে। দু’টি আলাদা জাত থেকে হলে এবং একই জাত থেকে হলে এদের মধ্যে কোন তামাক ভাল হবে।[জাবি-২০১৮]
ক = ৩১, ২০, ১৮, ১৭, ৯, ৮, ১০, १
খ = ১৮, ১৭, ১৪, ১১, ১০, ৭, ৫, ৬
১৪। সহ-সম্বন্ধের বিভিন্ন প্রকার সহগ বর্ণনা কর।
সাজেশন-গবেষণা পদ্ধতি (Research Methodology)
খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
১। গবেষণার উদ্দেশ্যগুলো কী কী? [জাবি ২০০৬, ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৫, ২০১৮)
অথবা, গবেষণার উদ্দেশ্য ও উদ্বুদ্ধকরণ সম্পর্কে লেখ। [জাবি-২০১৯)
২। গবেষণা সমস্যা নির্বাচনে কী কী বিষয়ের উপর গুরুত্ব দেয়া উচিৎ?[জাবি ২০০৬, ২০১৩]
৩। সংক্ষেপে গবেষণা সমস্যা ব্যাখ্যা কর। [জাবি ২০০৫]
৪। গবেষণা নকশা কী? [জাবি-১১, ‘১৮] গবেষণা নকশা প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো কী কী?
৫। গবেষণা পরিকল্পনা প্রণয়ন আলোচনা কর।[জাবি ২০০৫, ২০০৭, ২০১০, ২০১১, ২০১৩]
৬। পরীক্ষণ নকশার মূলনীতিগুলো লেখ।[জাবি-২০১৬, ২০১৯]
৭। জীবতাত্ত্বিক রেকর্ড-এর গুরুত্ব লেখ। [জাবি-২০১৯)
৮। গবেষণা পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখ।[জাবি-২০১৬]
৯। একটি উৎকৃষ্ট গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর। [জাবি ‘১৬, ১৭, ‘১৯]
১০। ল্যাটিন বর্গ নকশার বর্ণনা দাও। (৯৯% [জাবি-২০১৭]
১১। সিনোপসিস কেমন করে লিখা হয়? [জাবি-২০১১, ২০১৫)
১২। সংক্ষেপে গবেষণা সমস্যা নির্ণয়ের কৌশল ব্যাখ্যা কর।[জাবি-২০১১]
গ বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর
১। গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বর্ণনা কর।[জাবি ২০০৫, ২০০৭, ২০১০, ২০১২]
২। বাংলাদেশের গবেষকবৃন্দের সাধারণ সমস্যাবলি বর্ণনা কর।
৩। গবেষণা ধরণভেদে ব্যবহৃত গবেষণা নকশাগুলোর বিচরণ দাও।[জাবি ২০০৬, ২০১০, ২০১৪]
অথবা, বিভিন্ন প্রকার গবেষণা নকশার বিবরণ দাও। [জাবি ২০১০]
অথবা, বিভিন্ন ধরনের গবেষণা নকশার বর্ণনা দাও। [জাবি-২০১৮]
৪। পরীক্ষণ নকশার মৌলিক নীতিসমূহ বর্ণনা কর। [জাবি ২০০৫, ২০০৭, ২০১8,২০১৮ ]
অথবা, পরীক্ষণ নকশার মূলনীতিগুলো লিখ। [ঢাবি অধি: ২০১৭]
৫। জীবতাত্ত্বিক রেকর্ড কী?বিভিন্ন প্রকার জীবতাত্ত্বিক রেকর্ডের বর্ণনা দাও।[জাবি-২০০৮,২০১০,২০১৩, ২০১৬,২০১৯]
৬। বিভিন্ন প্রকার ই-সম্পদের বিবরণ দাও।[জাবি-২০০৮, ২০১০, ২০১২, ২০১৫, ২০১৮ ]
৭। জীববিজ্ঞান গবেষণায় জিআইএস-এর ব্যবহার বর্ণনা কর। [জাবি-২০১৪, ২০১৮ ]
অথবা, জীববিদ্যা গবেষনায় GIS এর ভূমিকা ও গুরুত্ব লেখ। [জাবি-২০১৯)
সাজেশন- অণুজীববিজ্ঞান ও বিকিরণ জীববিদ্যা-কোর্স কোড : 24310
প্ৰথম খণ্ড-অণুজীববিজ্ঞান [Microbiology]
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। চিকিৎসাক্ষেত্রে ও শিল্প ক্ষেত্রে অণুজীববিজ্ঞানের ভূমিকা লিখ। [জাবি ২০০৭, ২০০৯,২০১৩,২০১৬]
২। অণুজীববিদ্যা পাঠের গুরুত্ব বর্ণনা কর। [জাবি-২০১৫] [ঢাবি অধি: ২০১৭]
৩। জীবজগতে ভাইরাস অবস্থান ব্যাখ্যা কর।[জাবি ২০০৬, ২০১০]
৪। ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যে পার্থক্য লিখ।[জাবি-০৬, ‘০৯, ‘১৬, ‘১৮]
৫। উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাসের মধ্যে পার্থক্য লিখ। [জাবি-২০১৬]
অথবা, RNA ভাইরাস’ ও DNA ভাইরাসের মধ্যে পার্থক্য লিখ। [জাবি-২০১৮ ]
৬। ডেঙ্গুজ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকার লিখ। [জাবি- ২০১৬, ২০১২]
৭। একটি আদর্শ ব্যাকটেরিয়াম কোষের চিহ্নিত চিত্র অংকন কর। [জাবি- ১৫, ১৭]
৮। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।[জাবি- ২০১৫, ২০১৭]
৯। ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ কর। [জাবি-২০১১]
১০। গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখ।[জাবি- ০৪, ০৭, ০৮, ১০, ১৪, ১৭]
১১। ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখ।
১২। মাইকোপ্লাজমা কী?মাইকোপ্লাজমা কোষের বৈশিষ্ট্য লিখ।[জারি-২০১৯]
১৩। খাদ্য সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।[জাবি-২০১৯]
গ-বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর
১ ॥ চিকিৎসা, কৃষি ও জৈব প্রযুক্তিতে অণুজীবের গুরুত্ব বর্ণনা কর।[জাবি-০৭, ‘০৯]
২। একটি ভাইরাসের গঠন চিত্রসহ আলোচনা কর।
অথবা, ব্যাকটেরিফাজ কাকে বলে? T2 ফাজ এর গঠন বর্ণনা কর। [জাবি-২০১৯]
অথবা, একটি DNA ভাইরাসের গঠন বর্ণনা কর।
৩। লাইটিক চক্র কী? লাইটিক ও লাইসোজেনিক চক্র বর্ণনা কর।[জাবি- ২০০৭, ০৯, ১৩, ১৬]
৪। একটি আদর্শ ব্যাকটেরিয়ামের ইলেক্ট্রন মাইক্রোস্কোপিক গঠন বর্ণনা কর।[জাবি-২০১১]
অথবা, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন সচিত্র বর্ণনা কর। [জাবি-২০০৪, ২০০৯]
অথবা, চিত্রসহ ব্যাকটেরিয়ার বাহ্যিক গঠন বর্ণনা কর। [ঢাবি অধি: ২০১৭]
৫। নিম্নলিখিত রোগগুলোর জীবাণুর নাম লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ।
অথবা, চারটি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লিখ এবং সংক্রমণ পদ্ধতি বর্ণনা কর।[জাবি-০৭,০৮,২০১০,২০১২,২০১২]
i) কলেরা; ii) নিউমোনিয়া (জাবি-২০১০] iii) যক্ষ্মা; iv) অ্যান্থ্রাক্স বা তড়কা v) টাইফয়েড vi) ধুনষ্টংকার [জাবি-২০১৯]
৬। PPLO কী? মাইকোপ্লাজমা-এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর। [জাবি-০৮, ১০, ১২]
৭। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অণুজীবের ভূমিকা আলোচনা কর।[জাবি-২০১৫,২০২০১৭, ২০১৯]
৮। অ্যান্টিবায়োটিকসমূহের কার্যপদ্ধতি বর্ণনা কর।[জাবি-২০১২, ২০১৮ ]
৯। এ্যাকটিনোমাইসিটিস এর অর্থনৈতিক গুরুত্ব লিখ। [জাবি-২০১১, ১৩, ১৭, ১৯]
সাজেশন-বিকিরণ জীববিদ্যা [Radiation Biology ]
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। বিকিরণ কী? বিকিরণের প্রাকৃতিক উৎসসমূহের বর্ণনা দাও। [জাবি-২০১৩,২০১৬]
অথবা, বিকিরণ কী? তেজষ্ক্রিয়তার উৎসসমূহ আলোচনা কর। (জাবি-২০০৯)
২। মহাজাগতিক বিকিরণ বলতে কী বুঝ? জীবের উপর এর প্রভাব বর্ণনা কর।[জাবি-২০১৬,২০১৭]
৩। ডিটেকটর কাকে বলে? বিভিন্ন প্রকার ডিটেকটরের নাম লিখ।[জাবি-১৩, ‘১৭]
৪। চিকিৎসা গবেষণায় রেডিও আইসোটোপের ব্যবহার লিখ। [জাবি-২০১৯]
অথবা, কৃষিক্ষেত্রে রেডিও আইসোটোপের ব্যবহার লিখ। [জাবি-২০১৮]
৫। আইসোটোপ ও রেডিওআইসোটোপের মধ্যে পার্থক্য লিখ।[জাবি- ১১, ১৩, ১৬, ‘১৮] [ঢাবি অধি: ‘১৭] –
৬। ডিটেক্টর কী? গেইগার মুলার কাউন্টার সম্পর্কে টিকা লিখ।
৭। তেজস্ক্রিয় কক্ষে পালিত নিরাপত্তা বিধি সংক্ষেপে বর্ণনা কর। [জাবি-২০১৬,২০১৮ ]
৮। তেজস্ক্রিয়তায় অনুমোদিত মাত্রা বর্ণনা কর।[জাবি-০৬, ‘০৮, ১০, ১৬, ‘১৮]
(গ) বিভাগ : রচনামূলক প্রশ্নোত্তর
১। জীববিদ্যা গবেষণায় রেডিওআইসোটোপের ব্যবহার বর্ণনা কর। [জাবি-২০০৬, ২০০৯,২০১৩)
২। কৃষি গবেষণায় রেডিও আইসোটোপের ব্যবহার বর্ণনা কর। [জাবি-২০০৭,২০১৮]
অথবা, কৃষিক্ষেত্রে রেডিওআইসোটোপের ব্যবহার লেখ। [ঢাবি অধি: ২০১৭]
৩। চিকিৎসা গবেষণায় রেডিওআইসোটোপের ব্যবহার বর্ণনা কর।[জাবি-২০০৫,২০০৮,২০১০,২০১২,২০১৬]
অথবা, রোগ নিরূপণ ও নিরাময়ের ক্ষেত্রে রেডিও আইসোটোপের ব্যবহার উল্লেখ কর।[জাবি-২0১৮]
৪। খাদ্য সংরক্ষণ ও রক্ষায় বিভিন্ন ধরনের বিকিরণের ব্যবহার [জাবি-২০০৮,২০১০,২০১২,২০১৩,২০১৫,২০১৭ ]
অথবা, খাদ্য সংরক্ষণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে রেডিয়েশনের ব্যবহার বর্ণনা কর। [জাবি-০৫,০৭,১০,১২]
অথবা, খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে রেডিও আইসোটোপের ব্যবহার আলোচনা কর। [জাবি-২০০৮]
অথবা, খাদ্যদ্রব্য পচন নিয়ন্ত্রণে বা হ্রাসকরণে তেজস্ক্রিয় বিকিরণের ভূমিকা লেখ। [জাবি-২০১৯]
৫। রেডিয়েশনের ঝুঁকির পরিমাণ সর্বনিম্ন রাখার লক্ষ্যে করণীয় সতর্কতামূলক ব্যবস্থাগুলো বিশদ আলোচনা কর।
[জাবি ২০০৬, ২০০৮, ২০১০,২০১১,২০১৩,২০১৮]
৬। বিকিরণের প্রভাবে জৈবিক বিপর্যয় বর্ণনা কর।[জাবি- ২০০৯, ২০১১, ২০১৮]
অথবা, জীবদেহে বিকিরণের প্রভাব আলোচনা কর। [জাবি-২০১৩]
৭। বাংলাদেশের খাদ্যশিল্পে পরমাণু শক্তি গবেষণার সুবিধাসমূহ লিখ। [জাবি-২০১৭]
সাজেশন- পরজীবীবিদ্যা-কোর্স কোড : 243109
খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। পরজীবী বিদ্যায় পরিধি বর্ণনা কর। [জাবি-২০০৬, ২০০৯, ২০১৪, ২০১৭, ২0১৮]
২। ইনফেকশন ও ইনফেস্টেশন বলতে কী বুঝ ?
অথবা, ইনফেকশান ও ইনফেস্টেশান উদাহরণ দিয়ে ব্যাখ্যা কর। [জাবি-২০১৩, ২০১৬]
৩। পরজীবীতা ও মিথোজীবিতার মধ্যে পার্থক্য লিখ।[জাবি-২০১৭, ২০১৯]
৪। মনোজেনিয়া ও ডাইজেনিয়া এর মধ্যে পার্থক্য লিখ।(জাবি-২০১৯)
৫। সিমবায়োসিস ও কমেনসালিজম এর পার্থক্য লিখ। [জাবি-২০১৬]
৬। Cestoda শ্রেণির প্রাণীদের বিভিন্ন প্রকার চোষণ গর্তের বিবরণ দাও। [জাবি ২০০৬, ২০১৪, ২০১৭ ]
৭। ম্যালেরিয়ার রোগ সৃষ্টিকারী ৪টি পরজীবীর নাম ও এদের দ্বারা সৃষ্ট রোগের নাম লিখ।[জাবি- ২০১৫, ২০১৭]
৮। Schistosomiasis কী? এর রোগতত্ত্ব আলোচনা কর।[জাবি-২০১৪,২০১৭]
৯। ম্যালেরিয়া পরজীবীর যৌন ও অযৌন চক্রের মধ্যে পার্থক্য লেখ।[জাবি-২০১৬]
১০। মহামারিতত্ত্ব বলতে কী বুঝ? [জাবি ২০১১, ২০১২, ২০১৪] [ঢাবি অধি: ২০১৭ ]
অথবা, Epidemiology বলতে কী বুঝ? মহামারিতত্ত্ব পরিমাণ করা হয় কিভাবে? [জাবি-২০১৯]
১১। আফ্রিকান Trypenosomiasis এবং আমেরিকান Trypanosomiasis এর মধ্যে পার্থক্য কর। [জাবি-০৭, ০৯, ১১, ২০১৩, ২০১৫, ২০১৯] [ঢাবি অধি: ২০১৭]
১২। Taeniasis কী? এর রোগতত্ত্ব ও প্রতিকার লিখ। [জাবি- ২০১৫ |
১৩। চিকুনগুনিয়ার রোগতত্ত্ব লিখ।[জাবি-২০১৬]
১৪। জুনোসিস কী? এর প্রকারভেদ লিখ।৫টি জুনোটিক রোগের নাম, আক্রমণকারী জীবাণুর নাম ও পোষক বা বাহকের নাম লিখ।[জাবি-২০১৫,২০১৪]
১৫। নেমাটোডের পরজীবীয় অভিযোজন বর্ণনা কর।[জাবি-২০১৫, ২০১৯]
অথবা, আন্ত্রিক পরজীবীর অভিযোজনিক বৈশিষ্ট্য লিখ। [জাবি-২০১৭]
গ বিভাগ: রচনামূলক প্রশ্নোত্তর
১। পরজীবীর স্থানান্তর ও সংক্রমণ পদ্ধতি বর্ণনা কর।জাবি ২০০৪, ২০১৩,২০১৬,২০১৮]
২। পোষক দেহে পরজীবীয় প্রতিক্রিয়া বর্ণনা কর।[জাবি ২০০৭, ২০০৯, ২০১২, ২০১৭, ২০১৯)
৩। পরজীবীতা কী? পরজীবীতার প্রকারভেদ লিখ।
৪। পরজীবীয় অভিযোজন বলতে কী বুঝ? Platyhelminthes পর্বের প্রাণীদের পরজীবীয় অভিযোজন বর্ণনা কর।[জাবি-২০০৭, ২০১৬, ২০১৮]
৫। আসঞ্জন অঙ্গ বা Adhesive organ বলতে কী বুঝ? Platyhelminthes পর্বের পরজীবীদের বিভিন্ন প্রকার আসঞ্চন অঙ্গের সংক্ষিপ্ত বর্ণনা দাও। [জাবি-২০০৯, ২০১১, ২০১৯ ]
অথবা, ট্রিমাটোডদের আসঞ্জন অঙ্গের বর্ণনা দাও। [জাবি-২০১৩]
অথবা, Turbellaria শ্রেণির আসঞ্জন অঙ্গের বর্ণনা দাও। [জাবি-২০১৫]
৬। পোষক-পরজীবী সম্পর্ক কী? সংক্ষেপে পোষক-পরজীবী সম্পর্ক আলোচনা কর।[জাবি- ‘১৩, ‘১৪]
৭। একটি দ্বি-পোষকীয় প্রোটোজোয়ান পরজীবীর জীবন চক্র বর্ণনা কর। [জাবি-‘০৮, ১০, ১২, ১৪]
অথবা, Eimeria-র জীবনচক্র ও রোগতত্ত্ব আলোচনা কর।[জাবি-২০১8]
অথবা, ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র বর্ণনা কর। [জাবি-২০১৫]
৮। একটি দ্বি-পোষকীয় সিস্টোড পরজীবীয় জীবনচক্র বর্ণনা কর।[জাবি- ২০০৮, ২০১০,২০১২]
অথবা, Fasciola hepatice-এর জীবনচক্র বর্ণনা কর।[জাবি-২০১৬]
৯। Enterobiasis-এর রোগতত্ত্ব, মহামারি তত্ত্ব ও প্রতিকার উল্লেখ কর।[জাবি-‘০৮, ‘১৪]
১০। একটি ত্রিপোষকীয় সিস্টোড পরজীবীয় জীবনচক্র বর্ণনা কর। [জাবি-২০১১]
অথবা, একটি ত্রি-পোষকীয় পরজীবীর জীবনচক্র বর্ণনা কর। [জাবি-২০১৩, ২০১৫, ২০১৮ ]
অথবা, Fish tapeworm এর লার্ভা দশাগুলোর নাম লিখ। | জাবি ২০১৩]
১১। প্লেগ কী?এর কারণ, লক্ষণ ও প্রতিকার লিখ।[জাবি-২০১০,২০১২,২০১৫]
অথবা, প্লেগ কী? এর প্রাদুর্ভাব কীভাবে ঘটে? [জাবি-২০১৯]
১২। জলাতঙ্কের কারণ লক্ষণ ও প্রতিকার লেখ।[জাবি- ২০১৪, ২০১৭, ২০১৯]
১৩। বাংলাদেশে হাঁস-মুরগিকে আক্রমণ করে Histomonas পরজীবীর জীবনচক্র ও এদের দ্বারা সৃষ্টরোগের বর্ণনা দাও।
অথবা, Histomonas এর রোগতত্ত্ব ও প্রতিকার বর্ণনা কর। [জাবি-২০১৩,২০১১,২০১৯]
সাজেশন- কীটতত্ত্ব-কোর্স কোড : 24311
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। পতঙ্গের মস্তক বলতে কী বুঝ? পতঙ্গের মস্তকের বিভিন্ন ধরন সম্পর্কে উল্লেখ কর।[জাবি-০৫,’০৭,০৯,১১,১৪,১৬]
২। পা কাকে বলে? পতঙ্গের আদর্শ পায়ের গঠন বর্ণনা কর।[জাবি- ০৮, ১০ ১৪, ১৭]
৩। টেনটোরিয়াম কী? টেনটোরিয়ামের গঠন ও কাজ বর্ণনা কর।[জাবি-২০১৯]
৪। পতঙ্গের আদর্শ অ্যান্টিনার গঠন বর্ণনা কর।[জাবি-০৭,০৯,১২]
অথবা, পতঙ্গের একটি আদর্শ গুঙ্গের গঠন বর্ণনা কর।[জাবি-২০১১]
৫। কীটপতঙ্গের কিউটিকলের বর্ণনা দাও। [জাবি-২০১৭]
*। Protura এর Insect ও Non Insect বৈশিষ্ট্যগুলো লিখ। [জাবি – ০৭, ০৯, ১৩, ২০১৮ ]
৬। নিম্নলিখিত বর্গগুলোর শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণসহ লিখ ।
Isoptera [জাবি ২০১৬, ২০১৮] Lepidoptera [জাবি-২০১০, ১২, ১৪, ১৬, ২০১৮ ] Coleoptera [জাবি ২০০৭, ০৯, ১১, ১৩, ১৫, ১৭] Hymenoptera [জাবি-২০১৯)
৭। পার্থক্য লিখ-
Pterygota ও Apterygota [জাবি-২০০৮, ‘১১, ‘১৯] Homoptera ও Hemiptera [জাবি- 2016 ] ইনস্টার ও স্টোডিয়াম[জাবি- ‘০৮, ১২] লার্ভা ও নিম্ফের [জাবি-‘০৭, ‘১০, ‘১২],অর্গানোফসফেট ও ক্লোরিনেটেড কীটনাশক
৮। পতঙ্গের রূপান্তরে হরমোনের ভূমিকা সম্পর্কে লেখ।[জাবি-‘০৬, ০৯, ১৩, ১৬, ১৭]
৯। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার বিভিন্ন ধাপগুলো কী কী? [জাবি-২০১৩)
অথবা, সমন্বিত আপদ ব্যবস্থাপনার কৌশলসমূহ বর্ণনা কর। [ঢাবি অধি: ২০১৭]
১০। কীটনাশকের ক্ষতিকারক দিকসমূহ বর্ণনা কর। [জাবি-২০১৯]
১১। পতঙ্গের জৈবিক দমনের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। [জাবি-২০১৪, ২০১৯]
১২। প্রবাহ বিষ কী? এর ক্রিয়ার প্রকৃতি এবং ব্যবহারের অসুবিধা লিখ। [জাবি-২০১৫, ২০১৯]
১৩। উদ্ভিদ কীটনাশক কী? তিনটি উদ্ভিদ কীটনাশককের নাম ও ব্যবহার ও সুবিধা উল্লেখ কর। [জাবি-‘১৭]
অথবা, দুইটি উদ্ভিদজাত কীটনাশকের নাম ও ব্যবহার উল্লেখ কর। [ঢাবি অধি: ২০১৭]
১৪। অজৈব কীটনাশকের চেয়ে উদ্ভিজ্জ কীটনাশকের সুবিধাসমূহ আলোচনা কর। [জাবি-২০১৫]
১৫। Tick ও Mite এর মধ্যকার পার্থক্য লেখ।[জাবি ২০০৭, ২০১৭]
১৬। মাইটবাহিত তিনটি রোগের নাম, পোষকের নাম ও প্যাথোজেনের নাম লিখ। [জাবি-২০১১, ১৩, ১৯]
১৭। Flea এবং Fly এর পার্থক্য লেখ। [জাবি- ২০১৮]
১৮। টিকস এর মেডিকেল ও ভেটেরিনারীর গুরুত্ব লিখ। [জাবি-২০১৬]
১৯। Systemic কীটনাশক কী?৫টি Systemic কীটনাশকের নাম, রাসায়নিক সংকেত ও কাজের ধরন লিখ।[জাবি-২০১৮]
গ বিভাগ : রচনামূলক প্রশ্নোত্তর
১ ॥ অ্যান্টিনা কাকে বলে? পতঙ্গের বিভিন্ন প্রকার অ্যান্টিনার বর্ণনা দাও।[জাবি- ‘০৭, ‘০৯, ‘১৪,’১৭, ১৯]
২ ॥ সূচার কাকে বলে? পতঙ্গের মস্তকের বিভিন্ন প্রকার সূচারের বর্ণনা দাও। [জাবি-২০১৪,২০১৮]
৩। Piercing Sucking type মুখোপাঙ্গ কাকে বলে? এর সম্পর্কে বর্ণনা দাও।[জাবি- ‘০৭]
৪। স্ক্লেরাইট কাকে বলে? কীটপতঙ্গের বিভিন্ন প্রকার স্ক্লেরাইটের বিবরণ দাও। [জাবি-২০০৬, ১৩,১৫]
৫। পতঙ্গের ডানার শিরাবিন্যাস বর্ণনা কর। [জাবি-২০০৫, ‘০৭,১৪,১৬,১৯]
৬। লার্ভা কাকে বলে? পতঙ্গের বিভিন্ন প্রকার লার্ভার বর্ণনা দাও। [জাবি- ২০০৫, ২০০৮, ২০১২, ২০১৯]
৭। রূপান্তর বলতে কী বুঝ? পতঙ্গের বিভিন্ন প্রকার রূপান্তর সম্পর্কে বর্ণনা দাও।[জাবি-২০০৬,’০৯, ১১, ১৪]
৮। পরাগায়ন বলতে কী বুঝ? পরাগায়নে পতঙ্গের উপকারী ভূমিকা আলোচনা কর। [জাবি-২০১৬, ২০১৭]
৯। জীবজ দমন বলতে কী বুঝ? ক্ষতিকর পতঙ্গের জীবজ নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা কর ।
অথবা, জীবজ দমনে কীট পতঙ্গের ভূমিকা বর্ণনা কর। [জাবি ২০০৫, ০৭, ১১, ১৫, ২০১৮]
১০। ধানের পামরী পোকায় জীবনচক্র ক্ষতির প্রকৃতি ও দমন পদ্ধতি বর্ণনা কর।[জাবি-২০১১, ১৩,’১৬, ‘১৯]
১১। পতঙ্গের বন্ধ্যাকরণ কৌশল বর্ণনা কর। [জাবি- ২০১৭]
১২। পাটের বিছা পোকার জীবনচ, ক্ষতির ধরন ও নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা কর।[জাবি-২০০৭, ১২,’১৪, ২০১৮]
১৩। মায়াসিস কী? বিভিন্ন প্রকার মায়াসিসের বিবরণ দাও। [জাবি-২০১৪, ১৬] [জাবি-২০১৮]
১৪। Sandfly- এর জীবনচ, এর দ্বারা সৃষ্ট রোগের লক্ষণ ও প্রতিকার বর্ণনা কর । [জাবি- ২০১৮]
১৫। টিকস ও মাইটের রোগতাত্ত্বিক গুরুত্ব আলোচনা কর। [জাবি-২০১৪, ২০১৭]
সাজেশন- মাৎস্য জীববিজ্ঞান-কোর্স কোড : 243113
খ-বিভাগ
১। কন্ড্রিকথিস ও অস্টিকথিস-এর মধ্যে পার্থক্য লিখ।[জাবি-১২, ১৪, ১৯]
অথবা, কঠিনাস্থি ও তরুণাস্থি মাছের মধ্যে পার্থক্য লিখ। [জাবি-২০১৬]
২। Skates এবং Ray-র পার্থক্য লিখ। [জাবি-২০১৩]
অথবা,Skates ও Rays-এর মধ্যে পার্থক্য কর। [ঢাবি অধি: ২০১৭ ]
৩। মাংসাশী ও শাকাশী মাছের পৌষ্টিকতন্ত্রের মধ্যে পার্থক্য লিখ।[জাবি-০৫, ১১, ১৪ ]
অথবা, তৃণভোজী ও মাংসভোজী মাছের পরিপাকতন্ত্রের পার্থক্য লেখ। [জাবি-২০১৮]
৪। পাখনাযুক্ত মাছ (Fin Fish) এবং খোলকযুক্ত মাছ (Shell Fish) এর পার্থক্য দাও।
অথবা, ফিন ফিশ ও শেল ফিশ এর পার্থক্য লেখ। [জাবি-২০১৮)
৫। মাছ শনাক্তকরণে নন-মেরিস্টিক ক্ষেত্রসমূহ সংক্ষেপে আলোচনা কর। [জাবি-২০১০, ২০১২]
৬। শ্রেণিবিন্যাস ও শনাক্তকরণের মধ্যে পার্থক্য লিখ।[জাবি-১১, ১৩, ১৫]
অথবা, শনাক্তকরণ ও শ্রেণিবিন্যাসের মধ্যে পার্থক্য লেখ। [জাবি-২০১৮ ]
মৎস্য প্রজাতি শনাক্তকরণের সমস্যাগুলো আলোচনা কর।[জাবি-২০১৫, ২০১৯]
৭। ট্যাক্সোনমিক সূত্র প্রণয়নের জন্য মেরিস্টিক স্টাডি অপরিহার্য ব্যাখ্যা কর।[জাবি-২০১০,2012, 2018]
৮। স্টেনোহ্যালাইন ও ইউরিহ্যালাইনের বৈশিষ্টসমূহ উদাহরণসহ আলোচনা কর। [জাবি-২০১৯) [ঢাবি অধি: ২০১৭]
অথবা, ইউরোহ্যালাইন ও স্টেনোহ্যালাইন মাছের পার্থক্য লিখ।[জাবি-২০১০, ১২]
৯। সাইক্লয়েড ও টিনয়েড আইশের চারটি পার্থক্য লিখ। [জাবি-২০১৫]
১০। অ্যাকুয়াকালচারে লিমনোলজির গুরুত্ব আলোচনা কর।মাছ চাষে প্ল্যাঙ্কটনের ভূমিকা লিখ।[জাবি-২০১৬,২০১৮]
১১। ফাইসোস্টোমাস ও ফাইসোকিস্টাস পটকার পার্থক্য লিখ। [জাবি-১৫]
১২। ওভিপেরাস ও ওভোভিভিপেরাস এর মধ্যে পার্থক্য লিখ। [জাবি-২০১৭)
১৩। আইশের ব্যবহার ও কাজ উল্লেখ কর।[জাবি-২০১৯]
১৪ । অ্যানাড্রোমাস ও ক্যাটাডোমাস মাছ সম্পর্কে সংক্ষেপে লিখ। [জাবি-২০১৯]
১৫। মাছের বিদ্যুৎ অঙ্গের গঠন ও কাজ লিখ।[জাবি-২০১১, ১৬, ১৯]
১৬। মাছের বৃদ্ধি ও পরিস্ফুটনের মধ্যে পার্থক্য লিখ। [জাবি-২০১৩]
১৭। পুরুষ ও স্ত্রী রুই মাছের মধ্যে পার্থক্য লিখ। [জাবি- ২০১৭ ]
১৮। মাছের ডিম্বধারণ ক্ষমতা বলতে কী বোঝ? এর প্রকারভেদ উল্লেখ কর। [ঢাবি অধি: ২০১৭ ]
গ বিভাগ : রচনামূলক প্রশ্নোত্তর
১। মাছের উৎপত্তি ও বিকাশে Ostracoderm ও Placoderm-দের ভূমিকা উল্লেখ কর। [জাবি-২০১০, ১৪, ১৬]
২। মাছের জলজ অভিযোজন কী? মাছের জলজ অভিযোজনের বৈশিষ্ট্য বর্ণনা কর। [জাবি-২০১৬]
৩। খাদ্য ও খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে মাছের শ্রেণিবিন্যাস কর। [জাবি-২০০৯, ১১, ১৩, ১৭]
অথবা, খাদ্য অভিযোজনের উপর ভিত্তি করে মাছের ঠোট ও মুখের পরিবর্তন আলোচনা কর। [জাবি-২০১৫]
৪। কোমলাস্থি মাছের পরিপাকতন্ত্রের বর্ণনা কর। [জাবি-২০০৯, ২০১৭]
৫। কঠিনাস্থি মাছের পরিপাকতন্ত্রের বর্ণনা কর।[জাবি-২০০৯]
অথবা, পরিপাক কাকে বলে? একটি তৃণভোজী মাছের পরিপাক তন্ত্রের বর্ণনা দাও। [জাবি-২০১৩]
অথবা, একটি আদর্শ কঠিনাস্থি মাছের পরিপাক নালীর বিভিন্ন অংশের বর্ণনা দাও। [জাবি-২০১৫]
৬। মাছের পরিমাণগত বা মরফোমেট্রিক এবং গণনাযোগ্য বা মেরিস্টিক বৈশিষ্ট্য আলোচনা কর।[জাবি-০৭,০৮,১০,১২, ১৬]
৭। অসমোরেগুলেশন কী? মাছের অসমোরেগুলেশন প্রক্রিয়া বর্ণনা কর। [জাবি ২০০৫, ০৭, ০৯, ১১,১৩,১৮]
৮। নমুনা শনাক্তকরণের জন্য ট্যাক্সোনমিক কার্যপ্রণালি ধারাবাহিকভাবে লিখ। [জাবি-২০১৫]
৯। একটি উদাহরণ (বৈজ্ঞানিক নাম) ও দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্যসহ মিঠা পানির কঠিনাস্থি মাছের
বর্গগুলোর নাম লেখ।
১০। অতিরিক্ত শ্বসনাঙ্গ কী? মাছের অতিরিক্ত শ্বসন অঙ্গের বর্ণনা দাও।[জাবি-২০০৬,২০১১,২০১৭,২০১৯]
১১। মাছের স্কুলিং কী? মাছের অভিপ্রয়ানের বর্ণনা দাও। [জাবি-২০১১]
১২। পাখনা কী? মাছের বিভিন্ন প্রকার পুচ্ছ পাখনার বর্ণনা দাও। [জাবি-২০১৩, ১৫, ‘১৯] [ঢাবি অধি: ২০১৭]
১৩। ইলিশ মাছের ভ্রূণীয় পরিস্ফুটন বর্ণনা কর। [জাবি-২০১৩, ১৫, ১৭, ‘১৯] [ঢাবি অধি: 2017]
১৪। উৎপাদনশীলতা বলতে কী বুঝ?জলজ পরিবেশের উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী ভৌত ও রাসায়নিক নিয়ামকের ভূমিকা আলোচনা কর। [জাবি-০৬,১১,১৩, ১৫, ২০১৭,২০১৯]
১৫। প্ল্যাঙ্কটন কী? প্ল্যাঙ্কটনের শ্রেণিবিন্যাস কর। [জাবি-২০১৮)
সাজেশন: বন্যপ্রাণী জীববিজ্ঞান-কোর্স কোড : 24310
(খ) বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। কোন কোন প্রাণীকে বন্যপ্রাণী হিসেবে গণ্য করা হয়? [জাবি- 2013, 2017]
২। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর ভূমিকা আলোচনা কর। [জাবি-২০১৩]
৩। বাংলাদেশের দুটি বিলুপ্ত পাখি ও স্তন্যপায়ীর বৈজ্ঞানিক নাম লিখ। [জাবি-২০১৩, ১৫]
অথবা, বাংলাদেশের চারটি বিলুপ্ত স্তন্যপায়ী বন্যপ্রাণীর বৈজ্ঞানিক নাম লেখ। [জাবি-২০১৮]
৪। বাংলাদেশে সরীসৃপ প্রজাতির বিলুপ্তির কারণ ব্যাখ্যা কর। [জাবি-২০১৫]
৫। উভচর প্রাণিদের বিভিন্ন প্রকার আবাসস্থলের বর্ণনা দাও। [জাবি-২০১৫]অতিথি পাখি সম্পর্কে লিখ।[জাবি-২০১৭]
৬। প্রতিটি থেকে দুইটি উদাহরণসহ শিকারি পাখি ও আবাসিক পাখির বর্ণনা দাও। [জাবি-২০১৬]
৭। সুন্দরবনে ৪টি শঙ্কাগ্রস্ত জলজ স্তন্যপায়ীর বৈজ্ঞানীক নাম লিখ। [জাবি-২০১৪]
অথবা, বোস্তামি কাছিম সম্পর্কে লিখ। [জাবি-২013].
৮। টিকা লিখ রয়েলবেঙ্গল টাইগার [জাবি-২০১৭]
৯। বাংলাদেশের পাঁচটি বিলুপ্ত প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখ।
১০। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও বন্যপ্রাণী সংরক্ষণের পার্থক্য লিখ।[জাবি-২০১০, ১৩, ১৭, ১৯
১১। IUCN, WWE, BBPS নিম্নলিখিত বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও।[জাবি-২০১১] অথবা, টীকা লেখ ;WWE [জাবি-2018]
ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণের পার্থক্য লিখ। [জাবি-২০১৩,২০১৬]
১২। ইন সিটু সংরক্ষণের সুবিধা এবং অসুবিধা লিখ। [জাবি-২০১৫]
১৩। ইকোট্যুরিজম বলতে কী বুঝ? (জা.বি. ২০১৫)
১৪। ইকোপার্ক সম্পর্কে লিখ।[জাবি-২০১১, ১৭]অভয়ারণ্য সম্পর্কে লিখ। [জাবি-২০১০, ১৬, ১৭, ২০১৮]
১৫। সাফারি পার্ক পরিদর্শন এর সময় পর্যটকদের অনুসরণীয় বিষয়াবলী সংক্ষেপে লিখ।(জাবি-২০১৪, ২০১৯]
১৬। বন্যপ্ৰাণী ফার্মিং বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।[জাবি-২০১৪]
১৭। মানুষ ও বন্যপ্রাণীদের মধ্যে সংঘাত সৃষ্টির কারণ কী কী?[জাবি-২০১৪, ২০১৭, ২০১৯
১৭। বন্যপ্রাণী ফার্মিং- ২-এর অর্থনৈতিক গুরুত্ব লিখ। (জাবি-২০১৫)
১৮। সর্প বিষ কী? এর রাসায়নিক উপাদান লিখ। [জাবি-০৫, ০৭,২০০০]
১৯। বিভিন্ন প্রকার সাপের বিষের নাম ও কার্যকারীতা লিখ।[জাবি-২০১১, ২০১৩, ২০১৮]
২০। বাংলাদেশে প্রাপ্ত দুটি বিষধর ও দুটি নির্বিষ সাপের বৈজ্ঞানিক নাম লিখ। [জাবি-০৭]
অথবা, বাংলাদেশে প্রাপ্ত তিনটি সাপের সাধারণ ও বৈজ্ঞানীক নাম লিখ। [জাবি-২০১২]
২১। বাঘ কর্তৃক গবাদিপশু ও মানুষের মৃত্যুর কারণ ব্যাখ্যা কর। [জাবি-২০১৫
২২। উন্নয়ন কার্যক্রম কীভাবে বন্যপ্রাণীর ওপর প্রভাব সৃষ্টি করে? বর্ণনা কর।
২৩। CITES কী? এর গঠন ও কাজ লিখ। [জাবি-২০১৭]
(গ) বিভাগ : রচনামূলক প্রশ্নোত্তর
১। উভচর প্রাণীর অপত্যলালন বর্ণনা কর।[জাবি-২০১১, ১২, ১৬]
২। বাংলাদেশের উভচর ও সরীসৃপ বন্যপ্রাণীদের বর্তমান অবস্থা ও বিস্তৃতি আলোচনা কর।[জাবি- ০৮, ১০, ১৬, ১৭]
৩। বাংলাদেশের পাখিদের অতীত বর্তমান অবস্থা ও বিস্তৃতি আলোচনা কর।[জাবি-২০১৪, ২০১৯]
৪। বাংলাদেশের স্তন্যপায়ীদের বর্তমান অবস্থা ও বিস্তৃতি আলোচনা কর।(জাবি-২০০৮, ০৯, ১১, ১৩, ১৫]
৫। উভচরের বিভিন্ন প্রকার আবাসস্থলের বর্ণনা দাও।[জাবি-২০১৫, ২০১৭ |
৬। বাংলাদেশে কচ্ছপ ও কাছিম ধ্বংসের কারণ, সংরক্ষণ ও এদের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।[জাবি-১০, ১৪, ১৬]
৭। এক্স-সিটু কনজারভেশন বলতে কী বুঝ? এক্স-সিটু কনজারভেশনে বাংলাদেশ সাফারী পার্কসমূহের বিবরণ দাও।[জাবি-২০১৪, ২০১৮ ]
৮। বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যাবলি বর্ণনা কর।[জাবি- ২০১২,’১৩,১৯]
অথবা, বন্যপ্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যাবলি বর্ণনা কর। [জাবি-২০১০, ১২
অথবা, IUCN এবং CITES সম্পর্কে আলোচনা করেন। [জাবি-২০১২,২০১৭]
৯। বন্যপ্রাণী সংরক্ষণে প্রতিবেশী রাষ্ট্রসমূহের কার্যাবলী সমন্ধে যা জান লিখ।[জাবি- ২০১০, ১২,
১০। বাংলাদেশের জাতীয় উদ্যান, গেম রিজার্ভস ও বিনোদন পার্কের ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা কর।[জাবি-২০১২, ‘১৬]
অথবা, অথবা, বাংলাদেশের অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও সাফারি পার্কের ব্যবস্থাপনা সম্পর্কে লেখ। [জাবি-২০১৮ ]
১১। বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় উদ্যান, বন্যাপ্রাণী অভয়ারন্য গেম রিজার্ভ, ইকোপার্ক ও চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও ভূমিকা আলোচনা কর।[জাবি-২০১২,২০১৪,২০১৬]
অথবা, বাংলাদেশের অভয়ারণ্য জাতীয় উদ্যান ও সাফারিপার্ক সম্পর্কে লিখ। [জাবি-২০১১, ১৩, ১৬]
১২। সর্পদংশন কৌশল ও প্রাথমিক চিকিৎসা বর্ণনা কর।[জাবি-২০১৫, ‘১৭]
১৩। উন্নয়ন কার্যক্রম কিভাবে বন্যপ্রাণীর উপর প্রভাব সৃষ্টি করে বর্ণনা কর।[জাবি-২০১৩, ১৬, ‘১৯]
১৪। জীববৈচিত্র্য কনভেনশন, ১৯৯২-এর মুখ্য বিষয়াবলি কী কী?[জাবি- ২০১৪, ২০১৭, ২০১৯]
১৫। টীকা লেখ (যেকোনো দুটি) :
রামসার কনভেশন। [জাবি-২০১৯]
ভিডিও লেকচার পেতে এই ফেসবুক গ্রুপে জয়েন করুন- Biology With Santo Sir
গ্রুপ লিঙ্ক- https://www.facebook.com/groups/632494955126981/
সাজেশন ডাউনলোড লিঙ্ক …. Download Now